খোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী, গর্ভবতী মা ও শিশুরদের মাঝে ব্র্যাক থেকে ২৮০টি কম্বল শীতবস্ত্র হিসেবে বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে ইউডিএমটি ব্র্যাক মেলান্দহ উপজেলা কমিটি এবং মেলান্দহ উপজেলা প্রশাসনের সমন্বয়ে দূরমুঠ, নাংলা এবং মাহমুদপুর ইউনিয়নে দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও গর্ভবতী মা ও শিশুরদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা, মেলান্দহ উপজেলার ৪ নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, দূরমুঠ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বিলাশ সরকার, জামালপুর জেলা ব্র্যাকের জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, ব্র্যাকের স্টাফ ডেভেলপমেন্ট ইউনিটের জেলা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মেলান্দহ উপজেলার এলাকা ব্যবস্থাপক সনজিত সূত্রধর, মেলান্দহ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম প্রথম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসক ও ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।





