ফসলি জমির মাটি কেটে নেওয়ায় দিগপাইতের দুইটি ইট ভাটাকে চার লক্ষ টাকা জরিমানা

doinikjamalpurbarta

শাহ আলম জামালপুর দক্ষিণ : জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুরের মেসার্স জনতা ব্রিকস ও মেসার্স মদিনা ব্রিকস এ অভিযান পরিচালনা করে, ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে দুইটি ভাটাকে চার লক্ষ অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) তানভীর হায়দার।
গতকাল ১৩ ই জানুয়ারী মঙ্গলবার বিকালে জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার( ভুমি) তানভীর হায়দারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে, ইট প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ (ক) ধায়ায় মেসার্স জনতা ব্রিকসে দুই লক্ষ ও মেসার্স মদিনা ব্রিগস এ দুই লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করেন।
এসময় সহকারী কমিশনার( ভুমি) তানভীর হায়দার বলেন, ইট ভাটা আইনে পতিত জমি, পঁচা ডুবা, ও অনাবাদি জমির মাটি নিয়ে ইট প্রস্তুতের কথা থাকলেও তারা উর্বর ফসলি জমির মাটি কেটে, জমির উর্বরতা নষ্ট করায় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন যারা মাটি বিক্রি করছেন এবং যারা মাটির ক্রয় বিক্রয়ের ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ