মাদারগঞ্জ শতদল বহুমূখী সমবায় সমিতির সদস্যের মাঝে দলিল হস্তান্তর

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি : মাদারগঞ্জ শতদল বহুমূখী সমবায় সমিতির ৩৬ জন সদস্যের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা সমবায় কার্যালয়ে এ দলিল হস্তান্তর করা হয়।

জামালপুর পৌরসভা চন্দ্রা মৌজার দাতা আহমদ মুসা শতদল ব্যবস্থাপনা পরিচালক, শতদলের সদস্য গ্রহীতা ময়না বিএসসি, আশরাফুল বিএসসি, এবাদুল মাষ্টার ও নাজমুল হক গংদের ২০ শতাংশ জমি দলিল বুঝিয়ে দেন
চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
এই জমির মূল ১ কোটি ২০ লক্ষ টাকা।

হস্তান্তর কালে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান। জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারী নিবন্ধক মোহাম্মদ আতিকুর রহমান, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

শতদল সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন,আমাদের সমিতির যে সকল সদস্য বা গ্রাহক রয়েছে তাদেরকে জমির দলিল মাধ্যমে প্রতিনিয়ত টাকা পরিশোধ করা হচ্ছে। অনুকূল পরিবেশ হলে সদস্যদের আমানত দ্রুত পরিশোধ করা সম্ভব হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ