বকশীগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

doinikjamalpurbarta

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :  জামালপুরের বকশীগঞ্জে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া সহকারী প্রধান শিক্ষিকা শরিফা আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন , বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ তাঁর শ্যালিকা শরিফা আক্তারকে নিয়মবহির্ভূতভাবে এবং পূর্ব তারিখ দেখিয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দেন। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকলেও প্রায় ১৬ মাস আগে বিষয়টি প্রকাশ্যে আসে।অভিযোগের প্রেক্ষিতে জামালপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা কর্মকর্তা পৃথকভাবে তদন্ত পরিচালনা করেন। তদন্তে নিয়োগে জালিয়াতির সত্যতা পাওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষক শরিফা আক্তারের বেতন-ভাতা (এমপিও) বন্ধ করে দেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল মালেক। তিনি বলেন, যার নিয়োগ জালিয়াতির মাধ্যমে হয়েছে এবং এমপিও বন্ধ রয়েছে, তাকে কীভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় তা আমাদের বোধগম্য নয়। শিক্ষক ও এলাকাবাসী এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না।সাবেক অভিভাবক সদস্য মনিরুল ইসলাম বলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা দ্রুত শরিফা আক্তারের অপসারণ দাবি করছি।

পরে বিক্ষোভ কারীরা প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

এ বিষয়ে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা শরিফা আক্তারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই বলেন, মাউশি থেকে চিঠি পাওয়ার পর বিষয়টি আমরা জানতে পারি। এ বিষয়ে আমাদের কোনো মতামত নেওয়া হয়নি কিংবা অবহিত করা হয়নি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ