জামালপুরে বিএনপির দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সহ-সভাপতি শামীম আহমেদের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (আজ) দুপুরে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণু চন্দ্র মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম লিয়ন,যুবনেতা সিরাজুল ইসলাম খান সহ প্রমুখ।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি অতীতেও রাজপথে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া মাহফিল শেষে উপস্থিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ