মনোনয়ন না পেয়েও হেলিকপ্টারে এসে গণসংযোগ করলেন বিএনপি নেতা!

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও মনোবল হারাননি আলোচিত নেতা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

দলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থেকে তিনি হেলিকপ্টারে করে নির্বাচনী এলাকায় এসে গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। তাঁর আগমনের খবরে বেলতৈল স্কুল মাঠে জড়ো হয় নেতাকর্মী ও সাধারণ মানুষরা।

অবতরণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ‘মেলান্দহ-মাদারগঞ্জের সাধারণ মানুষের ভালোবাসা আমার প্রেরণার উৎস।

আমি সবসময় দলের প্রতি, নেতাকর্মীদের প্রতি এবং ধানের শীষের প্রতি নিবেদিত থেকেছি। নানা বাধা-বিপত্তি ও হামলার মধ্যেও আমরা গণসংযোগ চালিয়ে গেছি। শেষ পর্যন্ত বিএনপির পতাকা ও ধানের শীষের পক্ষে কাজ করে যাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের ৩১ দফা দাবি জনগণের কল্যাণের জন্য। আমি গোয়েন্দা সংস্থা ও সাংগঠনিক নেতাদের অনুরোধ করছি জনগণের মতামত যেন সঠিকভাবে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

কারণ, জনগণই আমার শক্তি। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত দল আমার যোগ্যতার মূল্যায়ন করবে এবং আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।’

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মাঠে থেকে দলের সংগঠন শক্তিশালী করার কাজে নিয়োজিত আছেন।

তিনি মেলান্দহ-মাদারগঞ্জের প্রতিটি ইউনিয়নে গণসংযোগ করেছেন, তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।

গণসংযোগ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতারা।।

 

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ