নিজস্ব প্রতিবেদক : মানুষের হৃদয়ের নমিনেশন সব থেকে বড় নমিনেশন এবার জয় হোক ভালোবাসার এই প্রতিপাদ্য কে হৃদয়ে ধারন করে, গরীব অসহায় গ্রামবাসীদের বিনামূল্যে রোগী দেখছেন ও চিকিৎসা দিচ্ছেন গরীবের ডাক্তার খ্যাত ডা. ফিদেল নঈম।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর চেয়ারম্যান জামালপুর মেলান্দহ ও মাদারগঞ্জ এর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর এর পুত্র ডা. ফিদেল নঈম এমবি বিএস শেষ করে বিদেশে স্থায়ী হতে চাইলে মৃত্যু পথযাত্রী মা তাকে যেতে দেননি। মা এর শেষ ইচ্ছা ছিলো ছেলে যেন দেশে থেকে গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা দেন এবং তাদের পাশে থাকেন।
মা পরোপারে পাড়ি জমালেও ডা. ফিদেল নঈম থেকে যান দেশে, মা এর শেষ ইচ্ছা পূরনে অসহায় গরীব মানুষদের বিনামূল্যে রোগী দেখা ও চিকিৎসা সেবার পাশাপাশি করে থাকেন আর্থিক সহায়তা।
ইতোমধ্যে তিনি তার নিজ অর্থায়নে মেলান্দহ ও মাদারগঞ্জ এর বিভিন্ন জায়গায় করেছেন ফ্রী মেডিকেল ক্যাম্প অংশগ্রহণ করেছেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডে। ঢাকায় চাকরি জীবনী ব্যস্ততা শেষে একটু অবসর পেলেই নারীর টানে ছুটে আসেন নিজ উপজেলায় শুনেন অসহায় মাসুষদের কথা তাদের অসহায়ত্বের পাশে দাঁড়ান।
ডা.ফিদেল নঈম এর সাথে কথা বললে তিনি জানান
আমাদের এলাকায় অসংখ্য অসহায় মানুষ তারা চিকিৎসা সেবা শিক্ষা সহ আরো অনেক ভাবে বঞ্চিত আমাদের এলাকার রাস্তার বেহাল দশা আমি সেগুলো নিয়ে কাজ করতে চাই।আমি চাই গরীব ও পথশিশু দের জন্য একটা স্কুল করতে ও একটা স্বাস্থ্য কেন্দ্র খুলতে স্কুলে বাচ্চারা বিনামূল্যে লেখা পড়ার পাশাপাশি অসহায় মানুষ স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্য চিকিৎসা পাবে।ওদের নিয়ে কাজ করতে পারলে হয়তোবা মহান আল্লাহ পাকের কিছুটা ঋণ শোধ করতে পারবো
আমি সবসময়ই চেষ্টা করি, মানুষ এর সেবায় কাজ করতে তারা যখন আমার কাছে আসে আমি তাদের কথা শুনি তাদের সাহায্য করে আমি আত্মতৃপ্তি পাই তাদের মুখের হাসি আমায় অনুপ্রেরণা যোগায়। আমার এই সমাজ সেবা মূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখাবো যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ।





