নিজস্ব প্রতিনিধি : জামালপুরে সমাজতান্ত্রিক দল-জাসদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল জামালপুর পৌরসভার স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দলের উপজেলা কমিটি এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা শাখার সভাপতি কবি আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জেএসডির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি মোঃ আমির উদ্দিন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শাখার সাধাণত সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন সবুজ।
উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি হাফিজুর মাষ্টার, আ:আউয়াল, সাংগঠনিক সম্পাদক রেহেনা হুসনা মনি প্রমূখ। সমগ্র অনু্ষ্ঠান পরিচালনা করেন,জেএসডি ছাত্র লীগের সদর শাখার সাধরণত সম্পাদক সোহেল রানা।





