নিজস্ব প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানী আমতলা এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে ৫ শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযানে ৩ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে কয়েকজন শিশু বন্ধু মিলে আমতলা এলাকার ঝিনাই নদীতে গোসল করতে নামে।
কিছুক্ষণ পর তাদের মধ্যে ৫ জন পানির স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তাদের উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।
এ সম্পর্কে জানতে চাইলে মাদারগঞ্জ থানার ভারপাপ্ত ওসি মোহাম্মদ সাইফুল্লাহ (সাইফ) বলেন, মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানী আমতলা এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে গিয়েছিল ৫ শিশু নিখোঁজ এর সাংবাদ পাওয়ার, পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযানে ৩ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃতরা হলেন প্রিক্যাডেট কিন্ডার গার্টেন এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবু হোসেন ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নরিন। ২ নিখোঁজ শিশুকে এখনো উদ্ধার এর জন্য চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা ।
এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে।
“ডুবুরি দল কাজ করছে, নিখোঁজ শিশুদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।”
খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে ৩ শিশুর মরদেহ উদ্ধার করে তারা। তবে এখনো নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে অভিযান চলছে।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং নিখোঁজ শিশুদের সন্ধানে ডুবুরি দল কাজ করে যাচ্ছে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুগুলোর পরিবার ও স্বজনরা নদীর পাড়ে আহাজারি করছেন।





