নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এর অংশ হিসেবে আজ সকালে শহরের ফৌজদারি মোড়ে এ রক্তদান কর্মসূচি ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া।
রক্তদান কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন এবং সংগৃহীত রক্ত স্থানীয় হাসপাতালের ব্লাড ব্যাংকে হস্তান্তর করা হয়।
পরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা বলেন – জাতীয়তাবাদী যুবদল সবসময় জনগণের পাশে ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকবে।
তারা আরও বলেন, এই ধরনের মানবিক কার্যক্রমের মধ্য দিয়েই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে অর্থবহ করে তোলা সম্ভব।
দিনব্যাপী এই কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।





