বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি : গণঅধিকার পরিষদ (জিওপি)’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড বটতলা মোড়ে গিয়ে শেষ হয়।শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন, গণঅধিকার পরিষদের বকশীগঞ্জ উপজেলা আহ্বায়ক ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার শাহারিয়ার আহমেদ সুমন এবং সঞ্চালনা করেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ আমীর হোসাইন।
এসময় বক্তব্য রাখেন—
গণঅধিকার পরিষদ, বকশীগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক মোনাহার আলী, মোশাররফ হোসেন,যুগ্ম সদস্য সচিব আতিকুজ্জামান দিপ্ত,
ঢাকা মহানগর উত্তর ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তামিম মোল্লা,
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জামালপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজু,
বকশীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি উজ্জ্বল সরকার,
সাধারণ সম্পাদক শিশির আহমেদ নিশান,
এবং যুব অধিকার পরিষদ, বকশীগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক আলী শিকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ের সংগঠন, যা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।





