জামালপুরে বইছে যুবদলের উৎসবের আমেজ : ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বাস

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে যখন চলছে প্রস্তুতির জোয়ার, তখন জামালপুর জেলা জুড়েও বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে শহর ও উপজেলার বিভিন্ন এলাকা।
আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল ও স্মরণীয় করে তুলতে জেলা যুবদল সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
জামালপুর শহরজুড়ে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সাজানো হয়েছে প্রধান প্রধান সড়ক ও মোড়।
তিনি আরো বলেন, “যুবদল শুধু একটি সংগঠন নয়, এটি তরুণ প্রজন্মের আশা ও পরিবর্তনের প্রতীক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার নিয়েছি।”
উৎসবমুখর এ আয়োজনকে ঘিরে বিভিন্ন উপজেলায় আলোচনা সভা, র‌্যালি, দোয়া মাহফিল ও মানবিক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণ নেতাকর্মীরা নতুন উদ্যমে সক্রিয় হয়ে উঠেছেন, যা জেলার রাজনৈতিক অঙ্গনে এনেছে নতুন প্রাণ।
জামালপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে ইতোমধ্যেই টাঙানো হয়েছে রঙিন ব্যানার ও ফেস্টুন। উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা অংশ নিচ্ছেন প্রস্তুতিমূলক বৈঠক ও প্রচারণায়।
জামালপুরে এখন একটাই সুর—“যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, ঐক্যের প্রতীক এই তরুণ শক্তি।”সত্যিই, জামালপুরে এখন বইছে যুবদলের আমেজ।।

 

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ