হাসান আহাম্মেদ সুজন, জামালপুর সদর : জামালপুর জেলা লেদ-ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা-৪০৩৩) এর অন্তর্ভুক্ত লেদ-ওয়েল্ডিং শ্রমিকরা যদি আহত বা নিহত হলে তাকে যেন নগত অর্থ অনুদান প্রদান করা হয় এবং কোন শ্রমিকের পরিবার সাহায্যের হাত বাড়ালে সেই পরিবারকে সাহায্যের জন্য সুদৃষ্টি রাখা ও নগত অর্থ অনুদান প্রদান করা যায়।এই উদ্যোগকে বাস্তবায়ন করার লক্ষ্যে জামালপুর লেদ-ওয়েল্ডিং শ্রমিকদের শ্রমিক কল্যাণ ফান্ড গঠন করা উপলক্ষে এক আলোচনা সভা ও জামালপুর জেলা লেদ-ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সকল সদস্য কে ফুলের মালা দিয়ে বরুণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর শুক্রবার রাতে স্থানীয় মনিরাজপুর মোড়ে এ শ্রমিক কল্যাণ ফান্ড গঠন ও নবনির্বাচিতদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর লেদ-ওয়েল্ডিং শ্রমিক কল্যাণ ফান্ড গঠন ও লেদ-ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সকল সদস্য কে সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্যোক্তারা হলেন উক্ত ইউনিয়নের সদস্য মোঃ রাসেল,,মোঃ রতন,মোঃ শহিদুল, মোঃ জোবায়ের হোসেন রতন,মোঃ স্বপন,মোঃ মাহাবুব,মোঃ শাহিন,মোঃ আশিক,মোঃ রবিউল, মোঃ সবুজ,মোঃ শাকিল,মোঃ জীবন, মোঃ মমিন।
জামালপুর জেলা লেদ-ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হারুন অর রশিদ রতনের সভাপতিত্বে ও উক্ত ইউনিয়নের সদস্য মোঃ আমিনুল ইসলাম রাতুলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন লেদ-ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বিপুল।
এছাড়াও আরো বক্তব্য রাখেন জামালপুর জেলা লেদ-ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রমজান,মোঃ মিল্টন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছালাম,মোঃ শফিকুল ইসলাম সবুজ সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,কোষাধ্যক্ষ মোঃ লেবু মিয়া,প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ আকিকুল ইসলাম দুখু,কার্যকরী সদস্য মোঃ সোহেল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জামালপুর জেলা লেদ-ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, (১)জামালপুর লেদ-ওয়েল্ডিংয়ের সকল শ্রমিকরা প্রতি মাংসে কল্যাণ ফান্ডের জন্য ১০০ একশত টাকা চাঁদা দিতে হবে।(২)যদি কোন শ্রমিক ০৩ মাসের অধিক ধার্যকৃত চাঁদা পরিশোধ না করে তাহলে তাহারা কল্যাণ ফান্ডের সুবিধা হতে বঞ্চিত হবে।





