বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে “মেধাকে স্বীকৃতি ও উৎসাহিত করার লক্ষ্যে” মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা সরকারী গণগ্রন্থাগারে বকশীগঞ্জ সমিতি, ঢাকা’র উদ্যোগে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতি সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম এ সাত্তার।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুল্লাহ আল মাহমুদ, সাবেক অতিরিক্ত সচিব ডক্টর সিরাজুল ইসলাম,বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ ড. মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়কারী মোসাদ্দেকর রহমান মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওন, ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির মহাসচিব আগা সাঈদ মিন্টুসহ অনেকেই।
এসময় আরো ভিডিও কন্ফারেস এর মাধ্যমে বক্তব্য রাখেন জামালপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রিয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামন মিল্লাত।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈকি ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন অত সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম বিকট।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা।





