এস আলম, দক্ষিণ জামালপুর : জামালপুর সদর উপজেলার নান্দিনা বাদেচান্দি মোড়ে, জমি সংক্রান্ত বিরোধ ও বালু মহল বন্ধের দাবিতে প্রতিবাদ করার জেরে, স্থানীয় সন্ত্রাসী হারুন মাস্টারের নেতৃত্বে যুবদল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তি হলেন, ২ নং শরিফপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদল নেতা নুর ইসলাম বাদেচান্দি মোড়ে অবস্থিত প্রায় ৫ শতাংশ জমি কফিল উদ্দিন নামক ব্যক্তির কাছ থেকে কিনতে চুক্তিবদ্ধ হন এবং উভয়ের মধ্যে বায়না দলিল সম্পন্ন হয়।
কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও কফিল উদ্দিন জমি হস্তান্তর না করে নানা তালবাহানায় জড়িয়ে পড়েন।
অপরদিকে, নুর ইসলামের বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। বালুর ধুলা, ভেকু মেশিনের শব্দ ও পরিবেশ দূষণকে কেন্দ্র করে স্থানীয়রা ইতোপূর্বে মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
নুর ইসলাম অভিযোগ করেন, জমি হস্তান্তরের বিষয়ে চাপ দেওয়ার পাশাপাশি বালু মহল বন্ধের দাবি জানানোয় প্রতিপক্ষ চক্র ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জেরে গতকাল রাত আনুমানিক ৯টার দিকে হারুন মাস্টারের নেতৃত্বে একদল সন্ত্রাসী, উক্ত জমিতে গিয়ে মালিকানা দাবি করে এবং অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।
সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোকছেদুর রহমান হারুন বলেন, আমি ঘটনা শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবদল নেতা নুর ইসলাম ও প্রতিপক্ষ হারুন মাস্টারের ছেলে সম্রাট, আব্দুল ছামাদের ছেলে আলীর সাথে কথা হয়েছে তারা উভয়পক্ষ বসে সৃষ্ট সমস্যা সমাধান করবে ৷ তবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক, বাদেচান্দি মোড় এলাকায় আবাসিক বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে।
ইতোপূর্বে বালু উত্তোলন ও ঘাটটি বন্ধ করার জন্য মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকায় সহিংসতায় রূপ নেয়ার আগেই উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।





