ইমরান সরকার বকশীগঞ্জ, প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের পর বাড়ির বাসে পাশে ধানক্ষেত থেকে ইয়ার রহমান (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর এলাকার মালিরচর মৌলভিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে বাড়ির পাশে একটি মুদির দোকানে টিভি দেখার কথা বলে বের হয় ইয়ার রহমান। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবার ও এলাকাবাসী সারারাত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সোমবার দুপুরে বাড়ির পাশের ধানক্ষেতে কৃষকরা কাজ করার সময় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





