ফেসবুকে হত্যার হুমকি পেলেন বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ-রূপনগর থানায় সাধারণ ডায়েরি, নিরাপত্তাহীনতায় নেতা

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক,জামালপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেলান্দহ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী ওরফে শুভ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন।
এ ঘটনায় তিনি গত ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখে ঢাকা মহানগর পুলিশের রূপনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৫, ডিডি ট্র্যাকিং নং: ICSZTG) করেছেন।
জিডিতে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ উল্লেখ করেন, তিনি একজন সমাজসেবক এবং বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী। বর্তমানে তিনি ঢাকার রূপনগর থানার আরামবাগ আবাসিক এলাকায় বসবাস করছেন।
তিনি জানান, একই দিন দুপুর ২টা ১৮ মিনিটে “মাহমুদুল হাসান সোহাগ” নামের একটি ফেসবুক আইডি থেকে তাকে ভয়াবহ হুমকি দেওয়া হয়। ওই ব্যক্তি লিখেন—
“যে তোমাকে নমিনেশন দিবে, তাকে আমি মেরে ফেলব।”
সাদিকুর রহমান আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি বিভিন্ন সময় নানা উপায়ে তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং একা চলাফেরায় ভয় পাচ্ছেন।
নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি ভবিষ্যতের জন্য থানায় সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করার আবেদন জানান।
জিডিটি গ্রহণ করেন ডিউটি অফিসার মোঃ জুয়েল (বিপি নং: ৬৩১৯২২২৬৫০)। তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন এসআই (নিরস্ত্র) আবুল খায়ের (বিপি নং: ৮৭১৪১৬৯৬৯০)।

বিষয়টি নিশ্চিত করে রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদ আলম (বিপি নং: ৭৫৯৫০১১৭৪৬) বলেন,
“বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। প্রাথমিকভাবে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার স্থায়ী বাসিন্দা।
তিনি দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয়ভাবে সমাজ সেবামূলক কাজের জন্যও সুপরিচিত।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ