বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জামালপুরে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

doinikjamalpurbarta

এস আলম,জামালপুর : জামালপুর সদর উপজেলার পারপাড়া গ্রামে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এই কর্মসূচির আয়োজন করে।

গত ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, সদর উপজেলার পারপাড়া গ্রামের নারিকেলি এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ১০ জন হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে দুটি করে ছাগল বিতরণ করা হয়।এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিয়ে দারিদ্র্য বিমোচনের পথে এগিয়ে নেওয়া লক্ষ্য হিসেবে উল্লেখ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি।তিনি তাঁর বক্তব্যে বলেন— “এই ধরনের উদ্যোগ গ্রামের অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছাগল পালনের মাধ্যমে হতদরিদ্ররা স্বাবলম্বী হতে পারবে এবং জীবনের মানোন্নয়ন ঘটবে।”তিনি সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানান, যেন তারা সঠিক যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে এই প্রকল্পকে সফল করে তুলতে পারেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফারুক মিয়া এবং সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদাৎ হোসেন।তারা তাদের বক্তব্যে এই কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীদের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা সরকারি বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতিও দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন —সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক ও গণমাধ্যমকর্মী মো. খোরশেদ আলম,বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন জামালপুরের ফোকাল পারসন মো. আমিনুল ইসলাম,এবং ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী মো. মেহেরুল হাসান প্রমুখ।

আয়োজক সংস্থা সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) জানায়, প্রকল্পের আওতায় ধাপে ধাপে আরও সুবিধাবঞ্চিত পরিবারকে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।তাদের আশা— এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং হতদরিদ্র জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ