ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

doinikjamalpurbarta

তারিকুল ইসলাম সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে “বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৫” উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ মনজুরুল হক হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল খালেক আলমগীর, উপজেলা তথ্য কর্মকর্তা সামিনা ইসলাম লিজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসনীম এবং ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আবুল কায়সার তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “হাত ধোয়া একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যদি নিজের ও পরিবারের সুরক্ষায় সচেতন হয়, তাহলে আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারব।”

তিনি আরও বলেন, “বিশ্ব হাত ধোয়া দিবস কেবল একটি প্রতীকী দিন নয়; এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।”

র‌্যালি শেষে অংশগ্রহণকারীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করেন এবং স্বাস্থ্য সচেতনতা ও জীবাণু সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ