নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলার ১৩ নং মেস্টা ইউনিয়নে পুকুরপাড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি ও একটি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ইঞ্জিনিয়ার গণির মালিকানাধীন পুকুরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। মঙ্গলবার বিকালে পুকুরের পাড়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রথমে একটি গরু মারা যায়। কিছুক্ষণ পর গরুটির প্রকৃত মালিক ঘটনাস্থলে গিয়ে গরুটিকে তুলতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ সম্পর্কে জানতে চাইলে ইঞ্জিনিয়ার গণির বাসায় গিয়ে গনি পাওয়া যায় না। তার মুঠোফোনের চেষ্টা করলে নাম্বারটি বন্ধ পাওয়া যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরে পুকুরের পরিচর্যাকারী ঘটনাটি দেখতে পেয়ে ইঞ্জিনিয়ার গণিকে বিষয়টি জানালে তিনি মৃতদেহটি পাড়ে তুলতে বলেন বলে অভিযোগ রয়েছে। পরে নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তারা অভিযোগ করেন, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে পুকুরে মাছ রক্ষার নামে ইঞ্জিনিয়ার গণি মারাত্মক অবহেলা করেছেন, যার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, বিষয় জানতে পেরেছি ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনের জন্য রমনা হয়েছে,তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনাটি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা শুরু হয়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।





