মশিউর রহমান টুটুল (জামালপুর) : উচ্চ বিদ্যালয়ে কোচিং বাণিজ্যকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষকদের মধ্যে হাতাহাতির সংঘর্ষের ঘটনাকে বিন্দু বানিয়ে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দাওয়া, শিক্ষক কক্ষে শিক্ষার্থীরা ডুকে আসবাপত্র ভাংচুর প্রধান শিক্ষককে লাঞ্চিত মারধরের ঘটনা ঘটেছে।
গতকাল রবিবার (১২ অক্টোবর ২৫)সকালে বেনুয়ার চর বাজার থেকে শিক্ষার্থীদের একটি মিছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদত্যাগ, বিদ্যালয়ে প্রবেশ নিষেধ, সহকারী শিক্ষক হয়রত আলী ও প্রধান শিক্ষক নূরের আলম শাহিনের সংঘর্ষে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের ক্লাস বর্জন সহ সুষ্ঠ বিচারে দাবি স্লোগান স্লোগানে মুখরিত শিকর্থীদের বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় নেতাকর্মী অভিভাবক শিক্ষার্থী গণ্যমানণ্য ব্যক্তিবর্গ সুশীল সমাজের উপস্থিতি দেখা গেছে ।
এ-বিষয়কে পুঁজি বানিয়ে কিছু সাধুবেশী সুশীল সমাজের কু-চক্রী মহল কীটনাশক
মত পোকামাকড় হয়ে এলাকায় শান্ত মানুষকে অশান্ত সৃষ্টি করে উৎকোচ বাণিজ্যের জন্য মেতে উঠেছে, চারপাশে গুঞ্জনও শুরু হয়েছে। আপোষ মিমাংসার আলোচনা-সমালোচনা চলছে বিভিন্ন যায়গায়, চলছে দলীয় গ্রুপিং একে অপরের সমালোচনা ।
তবে উড়তি বয়সের শিক্ষার্থীদের বিদ্যায়ের পড়ালেখা করার কথা, আন্দোলন কেন?বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত গড়ে তুলতে পারেনি ,ব্যর্থ হয়েছে শিক্ষক সমাজ।এমন অপৃত্তিকর ঘটনা
ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলা চরপুটিমারী ইউনিয়ন বেনুয়ার এম এইচ উচ্চ বিদ্যালয়ে । তবে বিদ্যালয়ের প্রতিষ্ঠানটি ধ্বংস স্তুপে পরিণত করতে চাচ্ছে,,একটি কালোবাজারি সংঘবদ্ধ চক্র ।এলাকাবাসীর আশ্বস্ত করে বলেন, সঠিক তদন্ত মাধ্যমে ন্যায়ের পক্ষে অন্যায়কারী বিরুদ্ধে বিচারের শাস্তি দাবি করেন ।
তাৎক্ষণিক ঘটনাস্থল পৌছান ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুমন তালুকদার ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) ইমরুল হাসান, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কর্মকর্তারা এ বিষয়ে জানান,
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা করবো





