নিজস্ব প্রতিবেদক : সরিষাবাড়ী বিএনপির রাজনীতিতে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাম তালুকদার ও তাঁর পরিবারের প্রতি অন্যায় আচরণ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দলীয় নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন— সালাম তালুকদারের পরিবার, বিশেষ করে তাঁর মেয়ে অরনি তালুকদারকে কেন ক্রস বা ব্যান্ড করা হচ্ছে? অনেকেই বলছেন, বিএনপির ইতিহাসে সালাম তালুকদারের অবদান ও ত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়। তিনি শুধু একজন নেতা ছিলেন না, ছিলেন অসংখ্য নেতাকর্মীর প্রেরণার উৎস।
স্থানীয় বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে দেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখনো সালাম তালুকদারের ভক্ত, অনুরাগী ও অনুসারী আছেন— তারা এখনো মরে যায়নি।”
তাঁদের মতে, ব্যক্তিগত যোগ্যতার কথা যাঁরা বলেন, তাঁদের বোঝা উচিত— সালাম তালুকদার না থাকলে আজ অনেকের রাজনৈতিক পরিচয় ও অবস্থানই হয়তো গড়ে উঠত না। এটি রাজনীতির এক নির্মম বাস্তবতা।
নেতাকর্মীদের অনেকে আরও মন্তব্য করেন, “৫ আগস্টের পর যা ঘটেছে, তা নিয়ে এখন কিছু না বলাই ভালো। তবে যদি প্রার্থী হওয়ার বিষয়টি সামনে আসে, ভোটের মাঠে তার জবাব জনগণই দেবে।”
তাঁরা আরও বলেন, “যেমন সারাদেশে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শের ভিত্তিতেই টিকে আছে, ঠিক তেমনি সরিষাবাড়ীতে বিএনপি রাজনীতি এখনো সালাম তালুকদারের নীতি, আদর্শ ও আদর্শিক শক্তির ওপর নির্ভরশীল।”
নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন— সেই আদর্শিক শক্তিকেই কেন চ্যালেঞ্জ করা হচ্ছে? তাঁদের ভাষায়, “এ যেন কৃতঘ্নতার চরম উদাহরণ।”





