সরিষাবাড়িতে সাসসের উদ্যোগে সামাজিক সচেতনতায় যুব সমাজের মাঝে সচেতনতামূলক আলোচনা ও বৃক্ষরোপন কর্মসূচি

doinikjamalpurbarta

সরিষাবাড়ি(জামালপুর) প্রতিনিধি : “এসো সচেতন হই, অন্যকে সচেতন করি- একটি সুন্দর পৃথিবী গড়ি” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়িতে “সামাজিক সচেতন সংস্থা” (সাসস) এর উদ্যোগে সামাজিক সচেতনতায় যুব সমাজের মাঝে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল ৩টায় জামালপুরের সরিষাবাড়ি ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাজের মাঝে সচেতনতামূলক আলোচনা, প্রীতি ফুটবল ম্যাচ এবং মুসুল্লি, মাদ্রাসার ছাত্র ও যুবকদের মাঝে ১০০শত গাছ শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন “সামাজিক সচেতন সংস্থা” (সাসস) এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক জনাব মফিজুল ইসলাম, কো-অর্ডিনেটর প্রভাষক সামিউল ইসলাম রিপন, প্রকৌশলী জাকির হোসেন এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী প্রিন্স সিফাত প্রমুখ।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক জনাব মফিজুল ইসলাম বলেন- ” সচেতনতায় একমাত্র মুক্তির উপায়, অতএব ব্যক্তি তথা সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৪ সাল থেকে সামাজিক সচেতন সংস্থার যাত্রা শুরু। বিশ্ব সচেতন দিবস চাই এই দাবী বাস্তবায়নের জন্য বিভিন্ন সচেতনমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন অব্যাহত আছে।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ