জামালপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগে ২০২৫-২০২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক সম্মেলন জামালপুরে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী স্থানীয় শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-১ মোঃ আঃ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক-২ মোহাঃ খালেদুজ্জামান, প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, অভ্যন্তরীন নিয়ন্ত্রণ ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ নাজমুল হোসেন।

সম্মেলনে ময়মনসিংহ বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক অর্জন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ব্যবসায়িক সাফল্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় উপস্থাপন করা হয়।

সম্মেলনে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বলেন, কৃষি খাতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প– উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণসহ আমানত সংগ্রহ, ঋণ আদায় ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে কৃষি ব্যাংক ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে। চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ও লাভজনক পর্যায়ে উন্নীতকরণে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।

কৃষি ব্যাংক ইসলামপুর শাখার কর্মকর্তা সামিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ময়মনসিংহ বিভাগীয় কৃষি ব্যাংকের সকল কর্মকর্তা উপস্থিতি ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ