জামালপুরে সাংবাদিক লুৎফর রহমানের বাসায় দুর্বৃত্তদের হানা

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরজামালপুরে ফের দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক এবং জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যার পর তাঁর বাসায় দুর্বৃত্তরা হানা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছু সময় পর অজ্ঞাত দুর্বৃত্তরা লুৎফর রহমানের বাসার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তবে বাড়ির ভেতরে লোকজনের উপস্থিতি এবং পাশের দোকানদারদের আনাগোনা দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে স্থানীয় সাংবাদিকরা বলেন, প্রথমবার নয়—সাংবাদিক লুৎফর রহমানের বাসায় এর আগে একাধিকবার দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ২০১৬ সালে তাঁর বাসার গ্রিল কেটে বারান্দা থেকে ডিসকভার-১৩৫ মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়। এরপর ২০১৮ সালে দুর্বৃত্তরা আবার বাসায় প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। দুটি ঘটনারই মামলা হয় সদর থানায়, কিন্তু আজ অবধি কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোঃ আতিক সাংবাদিকদের বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, ইতিমধ্যে ঘটনাস্থানে পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় ফের সাংবাদিক লুৎফর রহমানের বাসায় দুর্বৃত্তদের হানা দেওয়ায় স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ