নিজস্ব প্রতিবেদক জামালপুর : জামালপুরের ইসলামপুরে সাপের কামড়ে জাহিদুল ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দার চর গ্রামে এই ঘটনা ঘটে । নিহত শিশু জাহিদুল ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শিশু জাহিদুল ইসলাম মেঝেতে খেলতে খেলতে ধান ও অন্যান্য কৃষি পণ্য রাখার মাঁচার নিচে ঢুকলে তাকে বিষাক্ত সাপে কামড় দেয়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথেই মারা যায়।
তবুও স্বজনরা জাহিদুলকে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন ।
ডা.জাকিয়া সুলতানা বলেন, হাসপাতালে পৌঁছার আগেই শিশু জাহিদুলের মৃত্যু হয়েছে ।
অপরদিকে প্রায় একই সময় উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল এলাকার কামারিয়া পাড়া গ্রামের ফাতেমাতুছ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকেও সাপে কামড় দিয়েছে । পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা।





