জামালপুর পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী সোহেল রানা খান

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদন : জামালপুর শহরের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান।

দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূল পর্যায়ের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা এবং জনসেবামূলক কার্যক্রমের কারণে তিনি ইতোমধ্যেই জামালপুর পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় এসেছেন।

শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, শ্রমজীবী, তরুণ সমাজ—সবাই এক নামেই তাঁকে চেনে, “সোহেল ভাই”। রাজনীতিকে তিনি দেখেন সেবার জায়গা থেকে।

ছাত্রজীবন থেকেই বিএনপি পরিবারের একজন কর্মঠ, ত্যাগী ও নিরলস সংগঠক হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।

গত কয়েক বছরে সোহেল রানা খান মানুষের সুখে–দুঃখে পাশে থেকে কাজ করেছেন। রাস্তা-ঘাট, ড্রেনেজ সমস্যা, জনদুর্ভোগ কমাতে তিনি পৌরবাসীর সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করেছেন।

সামাজিক ও মানবিক কার্যক্রমেও তাঁর অবদান চোখে পড়ার মতো। অসহায় পরিবারকে সহযোগিতা, শিক্ষার্থীদের সহায়তা, তরুণদের কর্মসংস্থানের বিষয়ে সচেতনতা তৈরি—এসব কাজের মাধ্যমে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

রাজনৈতিক অঙ্গনে অনেকে বলছেন, জামালপুর পৌরসভা একটি গুরুত্বপূর্ণ এলাকা। এ শহরকে আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরের জন্য একজন তরুণ, শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্ব এখন সময়ের দাবি।

আর এই জায়গায় সোহেল রানা খান এগিয়ে আছেন কারণ তিনি তৃণমূলের নেতা হয়েও জনতার আস্থা অর্জন করতে পেরেছেন।
নিজস্ব বক্তব্যে তিনি প্রায়ই বলেন—
“রাজনীতি আমার কাছে ক্ষমতা ভোগের নয়, মানুষের সেবা করার মাধ্যম। যদি সুযোগ পাই, জামালপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও স্মার্ট শহরে রূপান্তর করবো।”

তরুণ প্রজন্ম তাঁর প্রতি আশাবাদী। তাঁদের বিশ্বাস, সোহেল রানা খানের মতো প্রাণবন্ত নেতৃত্বই জামালপুর শহরকে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথে এগিয়ে নিতে পারবে।

সার্বিকভাবে বলা যায়, জামালপুর পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে মোঃ সোহেল রানা খান শুধু একটি নাম নন, তিনি এখন অনেকের কাছে পরিবর্তনের প্রতীক।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ