শরৎ উৎসবে মানবিকতার পাঠ আশেক মাহমুদ কলেজে

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক জামালপুর : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অনুষ্ঠিত হলো শরৎ উৎসব ১৪৩২।

সোমবার সকালে বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এই উৎসবে সংগীত, নৃত্য, কবিতা ও অভিনয়ের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশিদ। বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা শুধু তাদের মেধা বিকাশে সহায়ক নয়, বরং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পাঠ্যপুস্তকের বাইরের এমন আয়োজন তাদের সৃজনশীলতা বাড়ায় এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করে।”
বাংলা বিভাগের প্রধান প্রফেসর মো: আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে আয়োজিত এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাকের আহাম্মেদ চৌধুরী এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম রবিউল আলম লুইপা।

অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের শিক্ষার্থী আফরিন জান্নাত আঁখি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক ইমরান হোসেন।

দিনব্যাপী শরৎ উৎসবে বাংলা বিভাগের শিক্ষকবৃন্দের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং অসংখ্য দর্শক অংশগ্রহণ করেন। শরতের সুর, শিল্পকলা ও নান্দনিক পরিবেশনায় সবাই বিমোহিত হয়ে উপভোগ করেন এই বর্ণিল উৎসব।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ