মঞ্জুরুল হক: জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।এতে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর পৌরসভা দল। তারা ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে সরিষাবাড়ী পৌরসভা দলকে। জামালপুর পৌরসভার পক্ষে গোল দুটি করেন টুটুল ও আরমান ফয়সাল আকাশ। সরিষাবাড়ীর পক্ষে গোলদাতা বিদেশি ফুটবলার হোসেন। খেলা শেষে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মুক্তার হোসেন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের কাছে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন। ফাইনাল খেরায় জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এড.শাহ মো.ওয়ারেছ আলী মামুন। ১৫ সেপ্টেম্বর বিকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়।
খেলা উপভোগ করতে স্টেডিয়ামের গ্যালারি ও মূল মাঠের চারপাশে উপচেপড়া দর্শক উপস্থিতি দেখা যায়।





