মঞ্জুরুল হক, জামালপুর : সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় বৃদ্ধা মজিবুর রহমানের বাড়ির সীমানা ভাংচুরে অভিযোগ উঠেছে।এই অভিযোগ এলাকার মো.করিম মুন্সিদের বিরুদ্ধে।
শুক্রবার গভীর রাতে এলাকার আব্দুল করিম মুন্সি নেতৃত্বদল মৃত জবান আলী সরকারের ছেলে মজিবুরের বাড়ি- সীমানা ভাংচুর করেন তারা।
মজিবুর রহমান বলেন,কৃষ্টপুর মৌজাার বিআরএস ৫২৪নং দাগের সাড়ে সাত শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত পার্শবতী করিম মুন্সিদের সঙ্গে মোকদ্দমা চলে আসছিল।
তিনি বলেন,১৯৭১ সালের পরেই মজিবুর রহমান তার সহোদর ভাই হবিবুর রহমানকে পৈত্তিক জমি বন্টন করে পুরান বাড়িতে রেখে অন্য জায়গাতে বসত বাড়ি করে এতে বসবাস করে আসছিলেন মজিবুর পরিবার।
কিন্তু ২০১৭ সালে এসে ভাতিজি মাহফুজা খাতুন বিলকিছ আমাদের নতুন বাড়ি থেকে একটি দলীল করে নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে দেন। সেই মামলায় মজিবুর রহমান সম্প্রতি তাদের পক্ষে রায় পান।
ঘটনার দিন শুক্রবার গভীর রাতে করিম মুন্সি নেতৃত্বদল মজিবুর রহমানদের বসত বাড়ির সীমানা প্রাচীরসহ অন্যান্য স্থাপনা ভাংচুর করে চলে যায়।
বৃদ্ধা মজিবুর রহমান তার ছেলে প্রবাসে থাকায় তিনি এখন নিরাপত্তাহীনতায় ভোগছেন বিধায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। এ ব্যাপারে অভিযুক্ত করিম মুন্সি বলেন এটা আমাদের কেনা সম্পত্তি।
ঘটনায় ভাটারা ইউপি’র সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন,বিষয়টি নিয়ে একটি দরবারের তারিখ হয়েছে।





