মোটরসাইকেল উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচূড়া ইউনিয়নের কালু মন্ডলের দও ব্রিজ সংলগ্ন লিটনের বাড়ি থেকে ১৫০ সিসির একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়— ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, উদ্ধার অভিযানের সময় চোরাই চক্রের সদস্যরা হাতের নাগালেই থাকলেও, কাউকে আটক করা হয়নি।

এলাকাবাসীর দাবি, মাদারগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেলেও, চোরাই চক্র এখনো আইনের আওতার বাইরে।

ভুক্তভোগীদের অভিযোগ— মোটরসাইকেল হারানোর পর থানায় জিডি করলেও, পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। চোরাই চক্রের অবস্থান জানা সত্ত্বেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন— মোটরসাইকেলের প্রকৃত মালিক শনাক্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা দাবি করেছেন— দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এনে বিক্রি করছে সংঘবদ্ধ এই চক্র। চক্রের মূল হোতা বা ‘গডফাদার’কে শনাক্ত করলে, জেলার বড় একটি চোরাই নেটওয়ার্ক উন্মোচিত হতে পারে বলে তাদের ধারণা।

এদিকে ঘটনাটি জানানো হলে, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা), দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মোটরসাইকেল চুরি ঠেকাতে কার্যকর ব্যবস্থা না এলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ