নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভর সমর্থকরা বিক্ষোভ করেছেন।
জানা গেছে, কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে হত্যার হুমকি দেওয়া হয়। এর কিছুদিন পর ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় জালবানী পাকুরিয়া ইউনিয়নের জলপুলিসা তালতলা মোড়ে তার কর্মী-সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে মেলান্দহ উপজেলা চত্বরে বিক্ষোভ করেন শুভর সমর্থকরা।বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, বিএনপি নেতার ওপর হামলা ও হত্যার হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে উপজেলা চত্বর ত্যাগ করেন,পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।।
 
								 
															 
															




