নওগাঁ প্রতিনিধি : সারা দেশের ন্যায় নওগাঁ মান্দা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
আজ (১৩ অক্টোবর) সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মান্দা নওগাঁর আয়োজনে উপজেলা চত্বরে র ্যালী ও দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কৌশলের মহড়া উপস্থাপন করা হয়। মহড়া উপস্থাপন করেন মান্দা ফায়ার স্টেশন এর ফায়ার ফাইটার সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী অফিসার ইউএনও আখতার জাহান সাথী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, মান্দা ফায়ার স্টেশন ইনচার্জ শফিউর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, মান্দা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





