তৌকির আহাম্মেদ হাসু প্রতিনিধি জামালপুর বার্তা , জামালপুর সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মহিলা ভোটারদের অংশগ্রহণে ধানের শীষের মনোনীত প্রার্থী শামীম তালুকদার-এর পক্ষে এক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের সোজা মিয়ার বাড়িতে আয়োজিত এই কর্মসূচিতে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, ভাটারা ইউনিয়ন মহিলা দলের সভাপতি প্রার্থী ও ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হুসনারা খাতুন বন্যা (ম্যাডাম)।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হোসেন জামাল জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সদস্য ও ভাটারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাজাহান আলী আকন্দ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জোসনা আকন্দ, ভাটারা ইউনিয়নের ৯০ দশকের সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন খোকা, দেলুয়ার হোসেন দুলাল, ছাত্রনেতা সাইফুল ইসলাম, ভাটারা ইউনিয়ন কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারা মিয়া টিকা এবং সাবেক আহ্বায়ক মোবারক হোসেন দুদু।
এছাড়াও ২নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি প্রার্থী মুক্তা বেগম, সাধারণ সম্পাদক প্রার্থী নাছিমা বেগম, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আলপনা খাতুনসহ অন্যান্য নেত্রীবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন—শামীম তালুকদার নারী ভোটারদের আস্থা অর্জনে সক্ষম, এবং ধানের শীষের বিজয়ে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, ভাটারা ইউনিয়ন মহিলা দলের সভাপতি প্রার্থী ও ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হুসনারা খাতুন বন্যা (ম্যাডাম) তাঁর বক্তব্যে অত্যন্ত জোরালোভাবে বলেন—জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর–৪ সরিষাবাড়ী আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম একজন সৎ, সাহসী ও দূরদর্শী রাজনৈতিক নেতা।তিনি কেবল রাজনীতি করেন না—তিনি মানুষের দুঃখ–কষ্ট বোঝেন, মানুষের কথা শোনেন। মাঠপর্যায়ে তাঁর সরব উপস্থিতি প্রমাণ করে তিনি জনগণের নেতা। এলাকার প্রতিটি সমস্যা তিনি বাস্তবতার আলোকে দেখেন এবং কার্যকর ও টেকসই সমাধানে অগ্রণী ভূমিকা রাখেন।সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের প্রজ্ঞা এবং উন্নয়নমুখী চিন্তাধারার সমন্বয়ে শামীম তালুকদার আজ সাধারণ মানুষের আস্থার প্রতীক।এই গুণাবলিই তাঁকে ধানের শীষের একজন যোগ্য, জনপ্রিয় ও সর্বমহলে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।আমরা বিশ্বাস করি—তাঁর নেতৃত্বেই সরিষাবাড়ীর রাজনীতি পাবে নতুন দিকনির্দেশনা, আর ধানের শীষ পাবে কাঙ্ক্ষিত বিজয়।
উঠান বৈঠকে অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে শামীম তালুকদারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করা হয়।শেষে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণে ধানের শীষের পক্ষে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভা শেষ হয়।





