বোচাগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক  : দিনাজপুরের বোচাগঞ্জে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। বোচাগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা উদ্যোগে ১৪ ই জানুয়ারি রোজ বুধবার সকালে উপজেলার ৪ নং আটগাঁও ইউনিয়নের বন্ধুগাঁও এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমান (অব.) ইঞ্জিনিয়ার।

সংস্থার সভাপতি সার্জেন্ট মো. মফিজুল ইসলাম (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এ টি এম জামিল (দুলাল), সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী শফিউল বাসার (অব.), সভাপতি—রাওস; সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মাহতাব উদ্দিন (অব.), আহ্বায়ক—স্যাপার কল্যাণ সংস্থা এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হারেছুজ্জামান চৌধুরী (অব.), সিনিয়র সহ-সভাপতি—জেসিও কল্যাণ সংস্থা।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, চলমান তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশসেবার পাশাপাশি ভবিষ্যতেও মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ