জামালপুর প্রতিনিধি. : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জামালপুরের মেলান্দহে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গনে মেলান্দহ উপজেলা, মেলান্দহ পৌর ও হাজরাবাড়ী পৌর বিএনপি এই কর্মসুচির আয়োজন করে।
মেলান্দহ পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়াও মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহ সভাপতি এম. রফিকুল ইসলাম রহিম, সহ সভাপতি তৈবুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক তালাত মাহমুদ, মেলান্দহ বনিক সমিতির সাবেক সভাপতি বেনজীর আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ গফুর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজামাল, পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন। বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি ইসলামী মূল্যবোধে বিশ^াসী ছিলেন এবং ইসলামের প্রচার ও প্রসারেও তিনি কাজ করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া নিপীড়ন, রাজনৈতিক বৈষম্য ও রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের মুখোমুখী হয়েও জনগণের অধিকার ও গণতন্ত্রের স্বার্থে কখনো আপোষ করেননি। তার এমন অবস্থানের কারণে তাকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন জাতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামছুদ্দিন।
কর্মসুচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।





