বিচ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট (কক্সবাজার)-এর স্পন্সর শেয়ার বিক্রির গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন

doinikjamalpurbarta

এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদন :  ১১ই অক্টোবর-২০২৫ রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল বিচ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট (কক্সবাজার)-এর স্পন্সর শেয়ার বিক্রির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মাননীয় চেয়ারম্যান জনাবা মাসুদা বেগম, যিনি প্রতিষ্ঠানটির প্রথম দিকের অন্যতম সম্মানিত ও ভ্যালিড কাস্টমার হিসেবেও পরিচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচ প্যারাডাইজের চেয়ারম্যান ও পরিচালক বৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এফ ইসলাম মিলন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বিচ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট কক্সবাজারের পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। দেশের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন রিসোর্ট গড়ে তোলার মাধ্যমে আমরা দেশি-বিদেশি পর্যটকদের জন্য একটি অনন্য ও নিরাপদ বিনোদনের পরিবেশ সৃষ্টি করতে চাই।”

তারা আরও জানান, পর্যটকদের নিরাপত্তা, আরাম ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিচ প্যারাডাইজ ইতিমধ্যেই আধুনিক অবকাঠামো ও উচ্চমানের সুযোগ-সুবিধা তৈরির কাজ শুরু করেছে। এখানে থাকবে পাঁচতারকা মানের আবাসন ব্যবস্থা, আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট, কনফারেন্স হল, সুইমিং পুল, স্পা, এবং পরিবারের জন্য বিশেষ বিনোদন ব্যবস্থা।

অনুষ্ঠানে বক্তাগণ জোর দিয়ে বলেন, “আমরা চাই বিচ প্যারাডাইজ শুধু একটি রিসোর্ট না হয়ে, বাংলাদেশের পর্যটন সম্ভাবনার প্রতীক হয়ে উঠুক।” এ লক্ষ্যে স্থানীয় অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পর্যটনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য ও লাভজনক গন্তব্য। দেশীয় বিনিয়োগের পাশাপাশি আমরা আন্তর্জাতিক অংশীদারিত্বও আশা করছি, যাতে কক্সবাজারের পর্যটন খাতে বিশ্বমানের সেবা নিশ্চিত করা যায়।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও বিনিয়োগকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়। সবার উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক অনুপ্রেরণামূলক মুহূর্তে, যেখানে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হয়।

বিচ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট অচিরেই তাদের নির্মাণ কাজ সম্পন্ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি আশাবাদী যে এটি কক্সবাজারের পর্যটন খাতে নতুন মানদণ্ড স্থাপন করবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ