ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি অনলাইন : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র তিন দিনের মাথায় বর জিহাদ (২৪)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বগারচর ইউনিয়নের সারমারা টালিয়াপাড়া এলাকায় নিজ ঘরেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত জিহাদ ওই এলাকার আমজাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার জিহাদের বিয়ে হয় এবং শুক্রবার অনুষ্ঠিত হয় বউভাত। এর একদিন পরই, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময় এই ঘটনা ঘটে।
টালিয়াপাড়া গ্রামের বাসিন্দা জিহাদ (২৪) তাঁর নিজ বসত ঘরের বাঁশের ধন্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভোর ৫টার দিকে জিহাদের স্ত্রী রাবিয়া ঘুম থেকে জেগে ওঠেন এবং স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।
পরিবারের প্রাথমিক ধারণা অনুযায়ী, জিহাদ বাবা-মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করলেও, নববধূকে পছন্দ করতে পারেননি। এই অপছন্দজনিত অভিমান এবং মনের কষ্টের কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।
তবে বিয়ের উৎসবের রেশ কাটতে না কাটতেই বরের এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। নববধূকে অপছন্দ করার বিষয়টি এত দ্রুত এমন মর্মান্তিক পরিণতি ঘটানোর পেছনে আসল কারণ কী এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এটি কি নিছকই আত্মহত্যা, নাকি এর নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, তা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ জানান, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত চলছে এবং আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।





