বকশীগঞ্জে আইন – শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

doinikjamalpurbarta

বকশীগঞ্জ প্রতিনিধি  : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন – শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা সম্মেল কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) সভাপতিত্বে সভায় এসময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আসমা -উল-হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল ইসলাম ,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছু জ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহারিয়ার আহমেদ সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা এনসিপি’র যুগ্ম সম্বনয়কারী রাশেদুজ্জামান, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনিসহ অনেকেই। এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণ’, বিভিন্ন দপ্তরের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ