রৌমারী – রাজিবপুর-প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে ফেসবুক স্ট্যাটাস কে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজিবপুর বাজারের মেইন গলিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জনের আহতের খবর পাওয়া যায়। এদের মধ্যে গুরুতর ১জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন,টাঙ্গালিয়া পাড়া গ্রামের আব্দুল হকের ছেলে ইয়াকুব আলী(৩২) কাচারি পাড়া গ্রামের ফুল মিয়ার পুত্র হারুন অর রসিদ(১৮) ও কাচারি পাড়া গ্রামের মৃত শাহার আলীর পুত্র শরিফুদ্দিন (৪০), রাজিবপুর খোলা কাগজের সাংবাদিক সুজন মাহমুদ(২৪) ও ১জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে জেলা বিএনপিতে অধ্যাপক মোখলেছুর রহমানের নাম না থাকায় এক পক্ষ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিরস্কার করেছেন। সেই ফেসবুকে স্ট্যাটাসটি দেখে সামনাসামনি কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক সুজন মাহমুদ আহত হন বলে জানান তিনি।
উপজেলা যুব দলের আহবায়ক রুস্তম মাহমুদ বলেন,’আমাদের মধ্যে কোন গ্রুপিং নেই,তুচ্ছ ঘটনা থেকে এ ঘটনার জন্ম হয়েছে।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে সাবেক সভাপতি মোখলেছুর রহমান বলেন আমি ঘটনার ব্যাপারে জানি না। জেলা বিএনপি কমিটির লোকজনের সাথে আমি এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছি।
বিএনপির বৃহৎ রাজনৈতিক দল নানাবিধ লোকজন রয়েছে দলের মধ্যে। কেউ কেউ আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করছে। যদি কেউ আমার নাম নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা করে থাকে আমি বাসায় গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. হাসিব জানান, সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় ৫ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ইয়াকুব আলী গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাজিবপুর থানার ওসি মো. তসলিম উদ্দিন বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অপ্রীতিকর অবস্থা এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।





