জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সুস্থতা কামনায় জামালপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) রাতে শহরের পাঁচ রাস্তা সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ের আরাফাত রহমান কোকো মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে দেশের বাহিরে অবস্থান করছে। আমরা উনাদের সুস্থতায় কামনা করছি। আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা সেই দোয়া করি।
দোয়া মাহফিলে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবু হান্নান, আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, শহর শ্রমিক দলের আহবায়ক মোঃ হারুন অর রশিদ রতন, সদস্য সচিব জাহিদ হোসেন জনি সহ জেলা শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং নজরুল ইসলাম খান ও আনোয়ার হোসাইনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান।





