দিগপাইতে গুরুত্বপূর্ণ গার্লস স্কুল এন্ড কলেজের রাস্তার জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ!

doinikjamalpurbarta

এস আলম, জামালপুর দক্ষিণ : দক্ষিণ জামালপুরের দিগপাইত উপশহর হতে ছোনটিয়া বাজার যাতায়াতের জন্য অতি গুরুত্বপূর্ণ রাস্তা, রহিমা মোজাফফর আইডিয়াল গার্লস এন্ড কলেজের উত্তর গেট ও দক্ষিণ গেটের সামনের অংশটি সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটিতে হাটুপানি জমে রয়েছে, সাধারণ মানুষ পায়ে হেটেও চলাচল করতে পারছে না।
মুলত সমস্যা হলো পানি নিষ্কাসনের কোন ব্যবস্থা নেই।রাস্তার দু পাশে বাড়ির পরিবারের মানুষ গুলো জলাবদ্ধ পানির মধ্যেই হেটে চলতে দেখা গেছে।

এছাড়াও দিগপাইতের ঐতিহ্যবাহী রহিমা মোজাফফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে প্রায় হাজারেরও অধিক শিক্ষার্থীর চলাচলের জন্য দুটি গেটের সামনেই বড় জলাবদ্ধতা লেগেই থাকে বর্ষা মৌসুমে।

এমতাবস্থায় বিদ্যালয়ের শিক্ষার্থী, পথচারী ও যানচলাচলের উপযোগী করার লক্ষে, দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা করার জন্য, ঐ এলাকার স্হানীয় জনগন, কলেজ কর্তৃপক্ষ স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ