রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জামালপুরের মেলান্দহ হাজরাবাড়ী পৌরসভায় অনুষ্ঠিত হলো “জুলাই স্মৃতি টুর্নামেন্ট ২০২৫”-এর একটি আকর্ষণীয় ফুটবল ম্যাচ। খেলায় মুখোমুখি হয় মাদারগঞ্জ ও মেলান্দহ।
উৎসবমুখর পরিবেশে ও বিপুল দর্শক সমাগমে খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জামালপুর জেলা শাখার প্রকাশনা সম্পাদক আবু সাইম। তিনি বলেন, “সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন ।”
অনুষ্ঠান পরিচালনা করেন রাকিবুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ছাত্রশিবির মেলান্দহ থানার সভাপতি আরিফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রশিবির মাদারগঞ্জ শাখার সভাপতি রমজান আলী।
উভয় উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। ম্যাচটি স্থানীয় তরুণদের মাঝে একতার বার্তা ছড়িয়ে দেয় এবং খেলাধুলার গুরুত্বকে নতুনভাবে তুলে ধরে।
খেলার ফলাফলে মেলান্দহ ৫-২ গোল ব্যবধানে মাদারগঞ্জকে পরাজিত করে।
 
								 
															 
															




