নিজস্ব প্রতিবেদক : জামালপুর-১ আসনে আসন্ন নির্বাচনে মনোনয়ন দাখিল করতে না পারা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের জন্য শুধু একটি প্রশাসনিক ত্রুটি নয়, বরং এটি তার অদক্ষতা ও দায়িত্বহীনতারই নগ্ন বহিঃপ্রকাশ।
নির্ধারিত দিনে মনোনয়ন জমা দিতে ব্যর্থ হওয়ায় স্থানীয় রাজনীতিতে তাকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরমের মতো গুরুত্বপূর্ণ নথির ১৯ ও ২১ নম্বর পাতা পূরণ না করেই জমা দিতে যাওয়াটা চরম অবহেলার উদাহরণ।
একজন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং দীর্ঘদিনের রাজনীতিকের কাছ থেকে এমন অপেশাদার আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন স্থানীয় রাজনীতিক ও ভোটাররা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে ব্যক্তি নিজেই মনোনয়ন ফরম সঠিকভাবে পূরণ করতে ব্যর্থ হন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন বা জটিল প্রশাসনিক সিদ্ধান্ত কতটা দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন—তা নিয়ে স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠছে। বিষয়টিকে অনেকেই নেতৃত্বের সংকট ও প্রস্তুতির ঘাটতি হিসেবে দেখছেন।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও হতাশা লক্ষ্য করা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী জানান, প্রার্থীর এমন গাফিলতির কারণে পুরো নির্বাচনী প্রচারণা শুরুর আগেই নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে, যা বিরোধী পক্ষকে বাড়তি সুবিধা দিচ্ছে।
যদিও আব্দুর রউফ তালুকদার আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার কথা বলেছেন, তবে রাজনৈতিক মহলের ধারণা—এই ব্যর্থতা তার ভাবমূর্তিতে ইতোমধ্যেই বড় ধরনের ধাক্কা দিয়েছে। জামালপুর-১ আসনে যেখানে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে, সেখানে এমন দুর্বলতা ভোটের মাঠে তাকে আরও পিছিয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকেই।।





