এস. আলম : জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নে স্বল্প ও বিনামূল্যে এম্বুলেন্সের সার্ভিসের শুভউদ্বোধন করা হয়েছে।
আজ ১৩ ই সেপ্টেম্বর /২৫ শনিবার সকাল ১০.০০ টায় ১৫ নং রশিদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভাটিপাড়ায়, এম্বুল্যান্স মালিক মোঃ সোহেল রানার নিজ বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি, মোঃ শফিউর রহমান শফি ও জামালপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট মোঃ জামিল হাসান তাপস।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশিদপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই এম্বুলেন্স সার্ভিসটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে সাধারণ মানুষ দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা সুবিধা পেতে এ যানটি সহায়ক হবে।
উপস্থিত বক্তারা আরও বলেন, উন্নত স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রশংসনীয়।
ভবিষ্যতে জনগণের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তারা।
অনুষ্ঠান শেষে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এম্বুলেন্সটি ঘুরে দেখেন এবং জরুরি সেবা প্রদানে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
এম্বুল্যান্স পরিচালক মোঃ সোহেল রানা বলেন, ৬ নং ওয়ার্ডবাসীর দরিদ্রদের এম্বুল্যান্স সেবা ফ্রি এবং ইউনিয়নবাসীর অসহায়, পঙ্গু ও হতদরিদ্রদের সেবা একদম ফ্রি বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
শুধু মাত্র রশিদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জন্য রশিদপুর – ধনবাড়ি ৫০০ টাকা
, রশিদপুর – জামালপুর ১০০০ টাকা এবং রশিদপুর – ময়মনসিংহ মাত্র ১৫০০ টাকা নেওয়া হবে বলে জানান,এম্বুল্যান্স পরিচালক মোঃ সোহেল রানা।





