জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপু জেলা যুবদলের উদ্যোগেে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর সোমবার সকালে স্থানীয় স্টেশন বাজারস্হ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি পূর্বক এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে ঐখান থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুল তলা চত্বরে গিয়ে সভাপতির সমাপনী বক্তব্যর মধ্যে দিয়ে শেষ হয়।
জামালপুর জেলা যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম খান সজীব”র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার মঞ্জুর সন্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা, শহর,সদর,বিভিন্ন উপজেলা, ওয়ার্ড যুবদলের ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
এসময় জেলা, শহর,সদর,বিভিন্ন উপজেলা, ওয়ার্ড যুবদলের ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





