নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত দুই সক্রিয় সদস্যকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, জামালপুর সদর থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির একাধিক ধারার মামলার প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।
সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের নামে রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্ত থাকার প্রমাণ মেলে।
সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা নজরদারিতে দেখা যায়, জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদ আলী এবং জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোঃ জামাল পাশা এ মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন।
বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ টিম উত্তরা ও ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের পরিচয় হলো মোঃ শাহেদ আলী (২১), সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখা।
মোঃ জামাল পাশা (৪৩), সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ৬ নং পৌর ওয়ার্ড, জামালপুর শাখা ও সাবেক কাউন্সিলর।
পুলিশ জানায়, এর আগে শাহেদ আলী নিজেকে অপহৃত দেখানোর জন্য নাটক সাজিয়ে ফেসবুকে ভিডিও প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালায়।
জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন—“রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত যেকোনো চক্রের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
অভিযান শেষে পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





