বিশেষ প্রতিনিধি মুক্তাদিরু সেলিম : জামালপুর পৌরসভার ফৌজদারী মোড়ে সরকারের নির্ধারিত মূল্যে খোলা বাজারে ডিম ও কাঁচা সবজি বিক্রি করা শুরু করেছে।
২৩ অক্টোবর বুধবার বেলা এগারোটায় জামালপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে সরকারি নির্ধারিত দামে ডিম ও কাঁচা সবজি বিক্রি শুরু হয়েছে।
দুস্থ্য জনসাধারণের জন্য পণ্যের দোকানটি সকাল নয়টায় উদ্ভোদনের কথা থাকলেও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের বিলম্বের কারনে নির্ধারিত সময়ের দুই ঘন্টা পর বেলা এগারো টায় ডিম বিক্রির মধ্যদিয়ে উদ্ভোদন করেন বিভাগীয় কমিশনার উম্মে ছালমা তাসমিয়া,এসময়ে তার সাথে ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সানোয়ার হোসেন, কৃষি প্রকৌশলী মুনমুন রহমান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কয়েকজন ছাত্র সমন্বয়ক।
উদ্ভোদন শেষে বিভাগীয় কমিশনার বলেন,গত ২১ অক্টোবর বিভাগীয় পর্যায়ে আমাদের একটি মিটিং হয়েছিলো,সেখান জেলা প্রশাসকরাও ছিলেন, আলোচনায় উঠে আসে দ্রব্য মূল্য নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। সেসময়েই সিদ্ধান্ত নেওয়া হয় এমন একটি বাজার সৃষ্টি করার, যাতে নিম্ন আয়ের মানুষেরা সহজেই পণ্য কিনতে পারে। এটি সিন্ডিকেট ভাঙ্গার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র,জেলা থেকে শুরু করে আস্তে আস্তে উপজেলা পর্যায়ে এধরনের ব্যাবস্থা গ্রহণ করা হবে। এতে করে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসতে পারে।
সরকারের বেধে দেওয়া মূল্যে ডিম বিক্রেতা মাস্টার পল্ট্রীর প্রতিনিধি মোঃ রেজাউল করিম বলেন,ডিম উৎপাদনে আমাদের যে খরচ হয় তার থেকে এক টাকা কম মূল্য ডিম সরবারহ করছি,এরপরেও আছে পরিবহন খরচ। খামার চালানোয় দায় হয়ে পরেছে।





