নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের টিউবওয়েলপাড়-সরিষাবাড়ি সড়কের হাসিল বটতলা বাজার থেকে হাজিপুর বাজার পর্যন্ত রাস্তাটি জন গুরুত্বপূর্ন।
এই রাস্তা দখল করে বুলবুল মিয়া নামে একজন মাংস ব্যবসায়ী সম্প্রতি স্থাপনা নির্মান করছে।এতে ওই রাস্তা দিয়ে যান চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
এলাকাবাসিরা জানান,এর আগে জনগুরুত্বপূর্ণ ওই রাস্তা ঘেঁষে বুলবুল মিয়া দু’তলা ভবন নির্মান করে এতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে বাচ্চু মিয়া ও কয়েকজন এলাকাবাসি বলেন,বুলবুল মিয়ার ওই ব্যবসা প্রতিষ্ঠান চলাবস্থায় পাশে সরকারি রাস্তা দখল করে আরও একটি স্থাপনা নির্মানের প্রস্তুতি নিচ্ছেন।
তারা বলেন,জনগুরুত্বপূর্ণ এ রাস্তায় দুইটি হাইস্কুল,একটি মাদরাসার শিক্ষার্থীরাসহ ও দু’টি বাজারের লোকজন প্রতিনিয়ত চলাচলা করে।
এ রাস্তায় প্রতিদিন ছোট ছোট যান চলাচলসহ রিক্সা,মোটর সাইকেল,বাইসাইকেল চলাচল করে থাকে।
এ রাস্তায় অবৈধভাবে স্থাপনা নির্মান করলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়ে শিক্ষার্থীদের সমস্যার সৃষ্টি হয়। এ ব্যাপারে হাসিল স্কুল ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সৌরভ বলেন, স্কুলে যেতে এ রাস্তায় জ্যাম হয়ে থাকে সব সময়,আমরা এর প্রতিকার চাই।
হাজিপুর উচ্চ বিদ্যায়ের দশম শ্রেণির শিক্ষার্থী মানিক মিয়া বলেন,রাস্তার উপর স্থাপনা নির্মান কোনভাবেই মেনে নেবনা আমরা সবে মিলে এর প্রতিকার করব। সদর ইউএনও জিন্নাত শহীদ পিংকি বলেন,যেহেতু এলজিইডি’র রাস্তা,ওই দপ্তরে ও জেলা প্রশাসকের নিকট
লিখিত অভিযোগ দিলে আমরা মোবাইল কোর্ট করে স্থাপনা সরিয়ে দেব।





