নিজস্ব প্রতিবেদক : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জামালপুর সদর উপজেলায় এক বিশেষ আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর ২০২৫, রবিবার সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) হলরুমে এই সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবুল বাশার, যিনি যুগবাণী (একটি নজরুল চর্চা কেন্দ্র)-এর সভাপতি।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও শিক্ষকদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণ করেন, আব্দুল মোতালেব বাবুল, মীর রুহুল মুবিন, জনাব মাইনুদ্দিন (প্রধান শিক্ষক, দেউলিয়া বাড়ি প্রাথমিক বিদ্যালয়), বাবুল আক্তার (সাধারণ সম্পাদক, জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি), মোহাম্মদ আলী (সহ-সভাপতি, যুগবাণী), মোঃ ওয়াহিদুল হক (সাবেক প্রধান শিক্ষক, চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়), এমএইচ মজনু মোল্লা (চেয়ারম্যান, বাংলাদেশ মানবতা ফোরাম) মশিউল আলম বাবলু, অনুষ্ঠানে আমির উদ্দিন (অবসরপ্রাপ্ত শিক্ষক ও রাজনীতিবিদ) প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে সোহেল রানা অত্যন্ত শ্রদ্ধার সাথে আব্দুল ওয়াহাব-এর জীবন বৃত্তান্ত পাঠ করে শোনান।
আলোচনা পর্ব শেষে বিশিষ্ট শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান আলোচক আমির উদ্দিন এবং সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার।
পুরো অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ এনামুল হক, যিনি মোজাম্মেল হক মাস্টার পাঠাগারের সাধারণ সম্পাদক।





